স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে মূল ম্যাচের আগে রবিবার (৫ মে) আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাতে জুটেছে ৮৮ রানের বিশাল পরাজয়। ওপেনার লিটন দাসের মতে, ভালো খেলতে না পারায় এমন হারের একমাত্র কারণ।
দ্যা হিলস ক্রিকেট মাঠে জেমস ম্যাককলামের শতকে নির্ধারিত ৫০ ওভারে তিন শতাধিক রান (৩০৮) সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে বাংলাদেশ করতে পারে মাত্র ২১৯ রান। লিটনের মতে, উক্ত উইকেটে তিন শতাধিক রান করা খুব কঠিন ছিল না।
তবে নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে এই টাইগার ব্যাটসম্যান বলেছেন, ‘উইকেট এবং মাঠ অনুযায়ী ৩০০ খুব বেশি রান ছিল না। আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরেছি। জিততে পারলে প্রস্তুতিটা আরও ভালো হতো। তবে সব মিলিয়ে খারাপ হয়নি।’
তামিম ইকবালের সাথে জুটি বেঁধে ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছিলেন লিটন। তবে থিতু হয়েও নিজের ভুলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ৩৯ বলে ২৬ রান করে পিটার চেজের বলে নীল রকের তালুতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন তিনি।থিতু হয়েও এভাবে আউটের ব্যাখ্যায় লিটন বলেন, ‘যেহেতু ছোট মাঠ। ছয় মারার চেষ্টা করেছি। তখন মিসহিট হওয়ার চান্স থাকে।’
জয়ের লক্ষ্যে খেলতে নেমে তামিম ইকবাল ও লিটন দাস ভালো শুরুর ইঙ্গিত দিলেও উইকেটে থিতু হতে পারেননি। তাদের বিদায়ের পর মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনও দ্রুত ফেরেন সাজঘরে। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিরোধ গড়ার চেষ্টা করেও সফল হননি সঙ্গীদের সমর্থন না পাওয়ায়।
শেষ পর্যন্ত ৪২.৪ ওভার ব্যাট করে বাংলাদেশ অলআউট হয়ে যায় ২১৯ রানে। বোলিংয়ে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ। রুবেল হোসেন শিকার করেন ২ উইকেট।
মঙ্গলবার (৭ মে) সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।