শোয়েবকে ভুলে নতুন করে যার প্রেমে সানিয়া!

সানিয়া

শোয়েব মালিকের সঙ্গে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদ হয়েছে আগেই। গত জানুয়ারিতে শোয়েব পাকিস্তানি অভিনেতা সানা জাভেদের সঙ্গে তার বিয়ের ঘোষণা করেন। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র আসন্ন পর্বে হোস্ট এবং কৌতুক অভিনেতা কপিল শর্মার মজার ছলে একপ্রকার ‘হার্টব্রেক’ হয়, কারণ সানিয়া তার নিজের জীবনে নতুন প্রেমের কথা বলেন।

সানিয়া

কপিল শর্মার এই শো-তে অতিথি হিসেবে যোগ দেন মেরি কম, সাইনা নেহওয়াল এবং সানিয়া মির্জা। কপিল সানিয়াকে মনে করিয়ে দেন যে শাহরুখ খান একবার বলেছিলেন যে, যদি সত্যি সানিয়ার ওপর কোনো সিনেমা তৈরি হয়, তাহলে তিনি সানিয়ার ‘লাভ ইন্টারেস্ট’ হিসেবে তিনি অভিনয় করতে প্রস্তুত। এই কথা শুনে সানিয়া তখন কপিলকে বলেন, ‘অভি মুঝে পেহেলে প্রেমের আগ্রহ দুদনা হ্যায়’ অর্থাৎ আমাকে আগে নিজের ‘লাভ ইন্টারেস্ট’ খুঁজে বের করতে হবে।’

২০২৪ সালের ১৯ জানুয়ারি শোয়েব মালিক এবং সানা জাভেদ ইনস্টাগ্রামে হঠাৎ তাদের বিয়ের ছবি শেয়ার করেন। এরপরই সানিয়া মির্জার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, সম্প্রতি তিনি ‘কয়েক মাস ধরে’ শোয়েবের থেকে আলাদা হয়ে গেছেন। তার পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘সানিয়া তার ব্যক্তিগত জীবনকে সর্বদা জনসাধারণের দৃষ্টি থেকে দূরে রেখেছেন। তবে, আজকে শোয়েব এবং তার বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস। এবার তা শেয়ার করার প্রয়োজন দেখা দিয়েছে। সানিয়ার পক্ষ থেকে শোয়েবকে তার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা।’

‘তার জীবনের এই কঠিন সময়ে, আমরা সব ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করতে চাই যেকোনো ধরনের জল্পনা-কল্পনায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন এবং তার গোপনীয়তার প্রয়োজনীয়তাকে সম্মান করুন।’

স্বাধীনতার পর দেশের যত টাকা পাচার হলো

সানিয়া এবং শোয়েব ২০১০ সালে বিয়ে করেছিলেন এবং ২০১৮ সালে তাদের পুত্র সন্তান ইজহান মির্জা মালিক জন্মগ্রহণ করে।