স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে গত ৩০শে আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুইশ’র কাছাকাছি রান করেও হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। সেই ম্যাচের পর অধিনায়ক বাবর আজমের কড়া সমালোচনা করেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছিলেন, ‘বাবর আজমকে দেখে আমার মনে হয়েছে, সে যেন হারিয়ে যাওয়া গরু। সে মাঠে ছিল, কিন্তু জানত না কী করতে হবে। তার নিজে থেকে সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। আর তা করতে পারলে ভবিষ্যতে সে ভালো অধিনায়ক হতে পারবে।’ শোয়েবকে পাল্টা জবাব দিয়েছেন বাবর।
ম্যাচ চলাকালীন একাধিকবার সিনিয়র ক্রিকেটারদের কাছ পরামর্শ নিতে দেখা গেছে বাবর আজমকে। সেটাকেই মূলত ইঙ্গিত করেন শোয়েব। সাবেক এই পেসারের মন্তব্যে বাবর আজম বলেন, ‘আপনার হয়তো মনে হয়েছে, আমার সিদ্ধান্তগুলো অন্য আরেকজনের পরামর্শে নেয়া।
তাহলে বলবো, আপনার ধারণা ভুল। আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। তারা কিছু বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন এটা সত্যি। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা আমিই নিই।’
পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ২৫ বছর বয়সী বাবর আজম। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান এখনো ওয়ানডেতে নেতৃত্ব দেননি। গত জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে অভিষেক। এরপর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বার অধিনায়কত্ব করলেন। বাবর আজম জানালেন, তিনি এখনো অধিনায়কত্বের পাঠ নিচ্ছেন। তিনি বলেন, ‘(সিনিয়রদের কাছ থেকে নেয়া পরামর্শ) এটা আমার জন্য শেখার বিষয়। এসব পরামর্শ মাঠে আমাকে ভাল সিদ্ধান্ত নেয়া শেখাবে। বোলার ও দলকে কিভাবে সামলাতে হবে সেটা ভালোভাবে শিখতেও সাহায্য করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।