মধুচন্দ্রিমা শেষে অবশেষে নতুন বর কলকাতার সৃজিতকে নিয়ে দেশে ফিরলেন অভিনেত্রী মিথিলা। গত ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ের পর মধুচন্দ্রিমা করতে উড়াল দেন সুইজারল্যান্ডে। সেখানে পিএইচডি ভর্তিও হন মিথিলা।
মধুচন্দ্রিমার পর নববধুর সঙ্গে বাংলাদেশে শ্বশুরবাড়িতে এলেন সৃজিত মুখার্জি। নতুন জামাই হিসেবে ভালোই আদর আপ্যায়ন পাচ্ছেন সৃজিত। সেটা তার মন্তব্যেই বোঝা গেলো। এটাকে ‘অফিশিয়াল ভূরিভোজ’ বলেই মন্তব্য করলেন সৃজিত মুখার্জি।
টুইটারে সৃজিত মুখার্জি শ্বশুরবাড়ির খাবারের ছবিট পোস্ট করে লিখেছেন, ‘শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গোরুর গোশত।’
মিথিলার বোনের স্বামী অভিনেতা ইরেশ যাকেরও ছিলেন সৃজিত মুখার্জির সঙ্গে। সম্পর্কে সৃজিতের ভায়রা ভাই ইরেশ। সৃজিত ও ইরেশ যাকেরের ছবি পোস্ট করে মিথিলা ক্যাপশন লিখেছেন, সত্যজিতের ‘হীরক রাজার দেশে’ সিনেমা থেকে, ‘মোরা দুজন রাজার জামাই’ আর হ্যাশট্যাগ, ‘ভায়রা ভাই’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।