স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রাণঘাতী এ ভাইরাস হানা দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনেও।
কয়েকদিন আগে করোনায় সংক্রমিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও কোচ আশিকুর রহমান। এবার আরেক সাবেক ক্রিকেটার সজীব দাস আক্রান্ত হলেন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দুটি ক্লাব- ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়ক ছিলেন তিনি।
বিশ্বস্ত সূত্র জানায়, শুধু সজীব নন, তার মায়েরও করোনা ধরা পড়েছে। সপ্তাহখানেক আগে সপরিবারে ফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়ি যান সজীব। বুধবার সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে।
এরপর স্থানীয় প্রশাসন বাড়িটি লকডাউন করে রেখেছে। এখন মায়ের সঙ্গে শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।
সজীবের বাড়ি মাদারীপুরে। আইসোলেশন নিশ্চিত করতে পরিবারের বাকি সদস্যদের সেখানে পাঠাতে আগ্রহী তিনি। এজন্য জেলা প্রশাসনের অনুমতি প্রার্থনা করেছেন এ ক্রিকেটার।
২০০৭ সালে ক্রিকেটকে বিদায় জানান সজীব। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তিনি। তার পরিবারের ওপর করোনার কালো ছায়া নেমে আসায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।