জুমবাংলা ডেস্ক: বিয়ে করার পরদিন শ্বশুরের মোটর সাইকেল ও ঘরে থাকা অর্থ, সোনা-গহনাসহ পালিয়ে গেছেন এক জামাই। তাকে খুঁজছে স্ত্রীর বাড়ির লোকজন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বাজিতপুর এলাকায়।
ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বাজিতপুর এলাকার কৃষক সামঝান আলির মেয়ে ঝুরিনার মোবাইলে একটি অজ্ঞাত ফোন আসে। আখতার আলি নামে এক ব্যক্তি ফোনটি করেন। দুজনের কথা চলতে থাকে কয়েকদিন। এর মধ্যে তারা দেখাও করে দুবার। তৃতীয়বারের দেখায় বিয়ে করে ফেলেন ঝুরিনা ও আখতার আলি।
বিয়ের পর স্বামীসহ বাবার বাড়ি এসে ওঠেন ঝুরিনা। সামঝান আলি বিয়ের বিষয়টি প্রথমে মানতে রাজি হননি। কিন্তু আখতার তাকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে ফেলেন। পরে দুই পরিবার বিয়েতে সম্মতি প্রকাশ করলে মুসলিম রীতি অনুযায়ী আবারও বিয়ে পড়ানো হয় ঝুরিনা ও আখতার আলির।
বিয়ের রাতে শ্বশুরবাড়ি অবস্থান করেন আখতার। সকালে ঝুরিনা ঘুম থেকে উঠে তার স্বামীকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। ধীরে ধীরে তিনি আবিস্কার করেন বিয়েতে তাকে দেওয়া স্বর্ণ-গহনাগুলো নেই। বিষয়টি বাসায় জানাতেই চলে অন্যান্য খোঁজ। দেখা যায়, স্বর্ণ-গহনা ছাড়াও বেশ কিছু টাকা ও শ্বশুরের মোট সাইকেল নিয়ে পালিয়েছেন আখতার আলি।
আখতারের দেওয়া মোবাইল নম্বরে কল দিয়ে সেটি বন্ধ পান সামঝান আলি। এমনকি তার দেওয়া ঠিকানাও ছিল ভুয়া। খোয়া যাওয়া সম্পত্তি উদ্ধার করতে আখতারের খোঁজ জারি রেখেছেন সামঝান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।