বিনোদন ডেস্ক : গত ২৭ নভেম্বর বিয়ের ঠিক ৬৬৫ দিনের মাথায় (এক বছর ৯ মাস) বিচ্ছেদ হয়েছে শবনম ফারিয়ার। বিচ্ছেদ ইস্যুতে শোবিজ দুনিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হয়েছে এ অভিনেত্রীকে নিয়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকেও দূরে আছেন ফারিয়া। বন্ধ করে দিয়েছেন ইনস্টাগ্রামের কমেন্টস অপশনও।
তাহলে চলমান জীবন কেমন যাচ্ছে জানতে চাইলে সোমবার একটি গণমাধ্যমকে ফারিয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজের মতো সময় কাটাচ্ছি। শুটিংও বন্ধ রেখেছি। বাসার সবার সঙ্গে সময়টা উপভোগ করছি।’
তিনি বলেন ‘সত্যি কথা বলতে কী, আমরা তিনমাস একসঙ্গে থাকি নাই। শ্বশুর বাড়িতে এতো প্রবলেম ছিল, যে আমি সেখানে থাকতেই পারি নাই। আমি আসলে টেনে গেছি, মানুষ কী বলবে তা চিন্তা করে। কিন্তু এক সময় মনে হলো, আর কত দিন? আড়াই বছর তো টানলাম, আর কত? আর সাফার করতে পারছিলাম না। তাই ফাইনাল সিদ্ধান্ত নেয়া।’
প্রসঙ্গত, গত বছর ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপু। এদিন নৌকায় ভেসে ভেসে পরীর বেশে বিয়ের আসরে হাজির হলেন নববধূ শবনম ফারিয়া! অন্যদিকে একই সময়ে লেকের পাড় ধরে ঘোড়ার গাড়িতে চেপে এলেন বর হারুন অর রশিদ অপু। এমন নান্দনিক বিয়ের আয়োজন এর আগে কোনো শিল্পীকে ঘিরে হয়নি আগে। মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার গভীরে, নয়নাভিরাম ‘জল-জোছনা’য় উন্মুক্ত আকাশের নিচে আয়োজিত হয় এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।