
স্পোর্টস ডেস্ক : আর্সেনালের ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে চেলসি। গতকাল রবিবার এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
এদিন ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলছিল আর্সেনাল। ১৩ মিনিটে ইংলিশ ডিফেন্ডার চেম্বারের পাস থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন গেবানিজ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অউবামেয়াং।
এদিকে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু প্রথমার্ধে আর্সেনালের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।
বিরতির পরও আক্রমণের পর আক্রমণ করে সুবিধে করতে পারছিল না চেলসি। তবে শেষ মুহুর্তে দলকে সমতায় ফেরান জর্জিনিয়ো। ৮৩ মিনিটে বাম প্রান্ত থেকে ম্যাসন মাউন্টের ফ্রি-কিক লাফিয়ে পাঞ্চ করতে গিয়ে নাগাল পাননি আর্সেনালের গোলরক্ষক লোনো। এই সুযোগে ভিতরে ঢুকে ঠাণ্ডা মাথায় ডান পায়ের টোকায় প্রতিপক্ষের জালে বল জড়ান জর্জিনিয়ো।
এর পাঁচ মিনিট পর স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দলের জয় নিশ্চিত করেন ট্যামি আব্রাহাম। ৮৭তম মিনিটে উইলিয়ানের পাস থেকে এই জয়সূচক গোল করেন চেলসির এই তরুণ ইংলিশ ফরোয়ার্ড।
অবশ্য নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত সাত মিনিটের খেলা চললেও ঘরের মাঠে পরাজয় এড়াতে পারেনি আর্সেনাল।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানটা ধরে রাখল চেলসি। অন্যদিকে সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থেকে বছর শেষ করল আর্সেনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।