জুমবাংলা ডেস্ক : শেরপুরে বিয়ে করার আশায় শ্যালিকার রুপে মুগ্ধ হয়ে নিজ স্ত্রীর কাছে যৌতুক দাবি করে না পেয়ে স্ত্রীকেই খুন করার অভিযোগ ওঠেছে পাষণ্ড স্বামী মফিজ উদ্দিনের (৩২) বিরুদ্ধে। নিহত দুই সন্তানের জননী ওই গৃহবধূর নাম নাসিমা বেগম (২৬)। তিনি সদর উপজেলার মুন্সিরচর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২২ জুন) এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এদিকে, শ্বাসরুদ্ধ করে হত্যার পর তড়িঘড়ি করে দাফনের চেষ্টা সময় নাসিমার বাপের বাড়ির লোকজন পুলিশ নিয়ে হাজির হয়। এতে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা ব্যর্থ হয় নাসিমার স্বামী মফিজ উদ্দিন। স্ত্রীকে হত্যার অভিযোগে মফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মফিজ উদ্দিন একই এলাকার সোহরাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারের সদস্যরা জানান, দশ বছর আগে মফিজ উদ্দিনের সঙ্গে জামালপুর জেলার ইসলামপুর উপেজলার ডিগ্রির চর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে নাসিমা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই নানা সময় নাসিমাকে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলো মফিজ। এনিয়ে একাধিকবার শালিশ বৈঠকও হয়। সম্প্রতি মফিজ তার শ্যালিকার বিয়ের দাওয়াতে যায়। ওই সময় শ্যালিকা সম্পর্কের একজনকে তার পছন্দ হয়। আর এঘটনায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় সে নাসিমার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে। যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় সে তার স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যার পর তা ধামাচাপা দেয়ার জন্য তড়িঘড়ি করে দাফন করার প্রস্তুতি নেয়। সেই সাথে কাফনের কাপড় ক্রয়, কবর খনন ও মরদেহ গোসল দেয়ার প্রস্তুতি চলিছলো। আর এসময়ই পুলিশ গিয়ে হাজির হয় মফিজের বাড়ীতে। আটক করা হয় মফিজকে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাসিমার গলার বামপাশে কালচে দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব দ্রুতই আইনগত কার্যক্রম গ্রহন শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।