
Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সারা দেশে থাকা ১৭টি শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা টেলিমেডিসিন প্রদ্ধতিতে শ্রমজীবী মানুষের চিকিৎসা দেবেন। খবর ইউএনবি’র।
মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্যোগ ঘোষণা করেছে।
চিকিৎসা সুবিধা গ্রহণে শ্রমজীবী মানুষকে সংশ্লিষ্ট এলাকার শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকের সাথে মোবাইলে যোগাযোগ করার অনুরোধ করেছে শ্রম অধিদপ্তর।
এদিকে, মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে দেশে নতুন করে সাতজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা এখন ৪৬ জনে দাঁড়িয়েছে। সেই সাথে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ২০৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এখন ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১০১২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।