জুমবাংলা ডেস্ক : মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহিদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে এবার কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পাপুলের আদম ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে কুয়েতে যাওয়া ২ বাংলাদেশি শ্রমিক।
জবানবন্দিতে আবদুল আলিম ও আবদুল জব্বার নামের দুই শ্রমিক কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, পাপুলের লোকজন তাদের কাছ থেকে দৈনিক ৮ দিনার অর্থাৎ বাংলাদেশি টাকায় ২ হাজার ২০০ টাকা করে নিতেন। যার বিনিময়ে তারা খুচরা কাজের অনুমতি পান। এ টাকা সংগ্রহ করতেন মাহবুব ও আমান নামে দুই ব্যক্তি।
বুধবার (১৭ জুন) কুয়েতের ইংরেজী দৈনিক আরব টাইমস পত্রিকা তাদের অনলাইন ভার্সনে এ সংবাদ প্রচার করে।
প্রতিবেদনে বলা হয়, জবানবন্দিতে দুই শ্রমিক জানায়, কুয়েতে আনার আগে তাদের দৈনিক ৮ ঘণ্টা ডিউটি বলা হলেও ১৬ ঘণ্টা বেশি কাজ করতে দেয়া হয়। তাদের প্রতিশ্রুত বেতনের চেয়ে কম টাকায়।
গত ৭ জুন কুয়েতে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে দেশটির সিআইডির সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে। এরপরই তাকে জিঞ্জাসাবাদ শুরু করে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



