বিনোদন ডেস্ক : সম্প্রতি বন্যপ্রাণীর গলায় শেকল পরিয়ে আইনি জটিলতায় পড়লেন শ্রাবন্তী। যার জেরে অভিনেত্রীকে তলব করা হয়েছিল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল থেকে। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় পর পর ২ দিন জেরা করা হয় এই টলি নায়িকাকে।
শ্রাবন্তী ছাড়াও জেরা করা হয় তার গাড়িচালককে। এরপরই জট খোলে। বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেত্রীর গাড়িচালককে।
চালকের নাম ভারত হাতি। অভিনেত্রী বর্তমানে যে প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছেন, সেই সংস্থাতেই কাজ করেন ভারত। তার গাড়ি করেই শুটে যেতেন শ্রাবন্তী। এদিকে জেরার মুখে অভিনেত্রী জানান, ভারতের কাছ থেকেই ওই বেজিছানাকে পেয়ে আদর করছিলেন শ্রাবন্তী। তিনিও গলায় শেকল বেঁধে ওই বেজিটিকে নিয়ে গিয়েছিলেন শুটিং সেটে। সেখানেই অভিনেত্রী বেজির সঙ্গে ছবি তোলেন। যা সোশাল মিডিয়ায় পোস্ট করার পরই আপত্তি তোলেন অনেকে।
বুধবার ভারতকে জেরার পর তার দক্ষিণ ২৪ পরগণার নেপালগঞ্জের বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার করা হয় ওই শেকলবন্দি বেজিছানাকে।
জানা গিয়েছে, বহুদিন ধরেই বাড়িতে এটিকে পোষ্য হিসেবে রেখেছিলেন তিনি।
চলতি বছরের জানুয়ারি মাসের কথা। ১৫ জানুয়ারি ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। তার একহাতে সস্নেহে ধরা গলায় বেল্টবাঁধা ছোট্ট বেজি। সেই বেল্টের সঙ্গে ঝুলছে লম্বা চেইন। ছবিতে দেখেই বেশ বোঝা যাচ্ছে, ওই খুদে বন্যপ্রাণীর শরীরের তুলনায় ভারী চেইন দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। আর শ্রাবন্তীর ওই পোস্ট দেখেই রে-রে করে উঠেছে সোশাল মিডিয়ার একাংশ। যার প্রেক্ষিতে, ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনের ভিত্তিতে ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-এর ভিত্তিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।