ভক্তরা ক্ষেপলেন শ্রাবন্তীর ওপর

শ্রাবন্তীর

সম্প্রতি শ্রাবন্তীর একটি ছবি ভাইরাল হয়েছে। ভেজা শরীরে বাথটবে গোসল করছেন শ্রাবন্তী। এই ছবি নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। ফের আলোচনায় কলকাতার এই সুন্দরী।

শ্রাবন্তীর

তবে এবার পড়লেন বিতর্কের মুখে। আসলে সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ে না শ্রাবন্তীর। ব্যক্তিগত জীবন হোক বা রাজনৈতিক জীবন- শ্রাবন্তীর পিছু পিছু ছুটে আসে বিতর্ক।

এবার এক ‘খুদে বন্ধু’র সঙ্গে ছবি পোস্ট করে কটাক্ষ আর রোষের মুখে পড়েছেন শ্রাবন্তী। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ছোট্ট বেজির (নেউল) সঙ্গে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সেই বেজি শাবকটি বিরাট একটা শিকল দিয়ে বাঁধা।

ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘হঠাৎ করেই দেখা হলো একটা ছোট্ট মিষ্টি বন্ধুর সঙ্গে…।’ এরপর হ্যাশট্যাগে নায়িকা জুড়ে দিয়েছেন ‘লাভ অ্যানিমালস’, ‘কিউটিপাই’। এই ছবি দেখে খুব খেপেছেন নেটিজেনরা। যেভাবে মোটা শিকল দিয়ে ওই ছোট্ট বেজিটি বাঁধা রয়েছে তা নিয়ে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ তাঁরা।

পড়শির নামে মানহানির মামলা করলেন সালমান

নেটিজেনদের শ্রাবন্তীকে প্রশ্ন, ‘এটা কী ধরনের পশুপ্রেম?’ একজ লিখেছেন, ‘বুঝতে পারছি না এইটুকু বাচ্চার গলায় এত বড় চেন… সিরিয়াসলি? হ্যাশট্যাগে অ্যানিমাল লাভ? এটা কী ধরনের নাটক?’ কেউ কেউ তো আবার PETA (পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিমাল) অফিয়াল হ্যান্ডেলককে ট্যাগ করে অভিযোগ করেছেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, নেউল বা মঙ্গুজ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শডিউল ২ তালিকাভুক্ত প্রাণী। বাঘ শিকারের মতো সমান অপরাধ নেউল শিকার।