বিনোদন ডেস্ক: টালিউড ইন্ড্রাস্টির জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। টালিউডে উপহার দিয়েছেন একের পর এক সফল সিনেমা। টালিউডের প্রায় সকল নায়কের নায়িকা বেশে পর্দায় দেখা গেছে তাকে। এই প্রথম বার জুটি বাঁধরলেন শ্রাবন্তী চক্রবর্তী এবং ওম সাহানি।
হরর থ্রিলারের সিনেমা ‘ভয় পেয়ো না’র পরিচালনায় থাকছেন টালিউডের নবাগত পরিচালক অয়ন দে। মুখ্য চরিত্রে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন ওম সাহানি ও শ্রাবন্তী।
এই হরর থ্রিলারে ভরপুর সিনেমার গল্প এগিয়েছে তমসা আর ডা. সুশান্তকে কেন্দ্র করে। বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে তমসার। তমসার বিরুদ্ধে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে, সেখান থেকেই বেরিয়ে আসে নয়া রহস্য। শ্রাবন্তীর সঙ্গে এর আগে ‘হুল্লোড়’ সিনেমায় কাজ করেছেন ওম। পর্দার বাইরে ওমের সঙ্গে ভালো সম্পর্ক শ্রাবন্তীর। নায়িকার মতে ওম নতুন প্রজন্মের এক প্রতিভাবান অভিনেতা।
তমসার চরিত্রটি নিয়ে শ্রাবন্তী বললেন, খুব সাধারণ চরিত্র মনে হলেও শেষে গিয়ে একটা দারুণ চমক আছে। গল্পটা প্রথম বার শুনে আমিও চমকে গিয়েছিলাম। ওম আর ওর স্ত্রী মিমি আমার খুব ভাল বন্ধু।
সিনেমা প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে ওম বলেন, ‘এখনও স্ক্রিপট রিডিং হয়নি, এমনকি সিনেমা ওয়ান লাইনারও শোনা হয়নি। অয়ন বন্ধু, তাই ওর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। শ্রাবন্তীর সঙ্গে আগে কাজ করেছি। পর্দার বাইরে আমাদের ভালো সম্পর্ক। তবে এই প্রথম জুটি হিসাবে কাজ করব।’
অনুপম রায়, অন্তরা মিত্র, রাজ বর্মনের মতো শিল্পীরা গাইবেন সিনেমার জন্য। সঙ্গীত পরিচালনায় থাকছে ডাব্বু। ২০২২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে শুটিং।
অভিনেত্রী শ্রাবন্তী বর্তমানে সিনেমার থেকে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি বিতর্কে থাকেন। বিয়ে, প্রেম থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন এখন বেশি চর্চায়। থাকছেন খবরের শিরোনামে নায়িকা। শ্রাবন্তী সম্প্রতি শেষ করেছেন অংশুমান প্রত্যুষের ‘ধপ্পা’ সিনেমার শুটিং। নারীকেন্দ্রিক এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকেও।
সামনেই মিমির সঙ্গে আর একটা হরর ছবিতে কাজ করছি। তার পরে ‘ভয় পেয়ো না’র কাজ শুরু হবে।অনুপম রায়, অন্তরা মিত্র, রাজ বর্মনের মতো শিল্পীরা গাইবেন ছবির জন্য। সঙ্গীত পরিচালনায় ডাব্বু। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে শুটিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।