শ্রাবন্তী অবাক করা তথ্য দিলেন রচনা ব্যানার্জিকে

শ্রাবন্তী চ্যাটার্জী

ছেলেকে প্রায় বন্ধুর মতো মনে করেন শ্রাবন্তী। বলেন, তাঁরা হলেন বেড়ে ওঠার সঙ্গী। মা-ছেলের মধ্যে চিরাচরিত শাসনের সম্পর্ক নেই বললেই চলে। তা হলে বুঝতেই পারছেন, কেমন শাশুড়ি মা হতে পারেন শ্রাবন্তী?

ছেলে ঝিনুক (অভিমন্যু) নাকি প্রেম করছে। মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়শ্রাবন্তী চট্টোপাধ্যায় তা নিয়ে একেবারেই মন খারাপ করে বসে নেই। তিনি কুল, বিন্দাস। ছেলেকে আদরে মানুষ করেছেন শ্রাবন্তী। মাত্র ১৬ বছর বয়সে মা হয়েছিলেন তিনি। ছেলের সঙ্গে তাঁর বয়সের ফারাক তেমন একটা বেশি নয়। ছেলে বড় হয়েছে। সঙ্গে মা-ও। ছেলেকে প্রায় বন্ধুর মতো মনে করেন শ্রাবন্তী। বলেন, তাঁরা হলেন বেড়ে ওঠার সঙ্গী। মা-ছেলের মধ্যে চিরাচরিত শাসনের সম্পর্ক নেই বললেই চলে। তা হলে বুঝতেই পারছেন, কেমন শাশুড়ি মা হতে পারেন শ্রাবন্তী?

ঠিক ধরেছেন, কুল! শ্রাবন্তী নিজেও সেই কথাই বলেছিলেন এক জনপ্রিয় গেম শো-এ এসে। রচনা বন্দ্যোপাধ্যশ্রাবন্তী চ্যাটার্জীবই মাই ডিয়ার শাশুড়ি হব। আমার ছেলের সব বন্ধুদের নিয়ে আমি বেড়াতে যাই। রেস্তোরাঁয় খেতে যাই। সবাইকেই আমি চিনি।”

অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী বরারবই চাইতেন সাজানো সংসার হবে তাঁর। স্বামী-সন্তানকে নিয়ে সুখে ঘর করবেন। সেই কারণেই অনেক অল্প বয়সে বাঙালি পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। অল্প বয়সেই মা হয়েছিলেন। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। শ্রাবন্তীর জীবনে আরও পুরুষ এসেছে। তিনি আরও দুটি বিয়ে করেছিলেন। তবে এ পর্যন্ত সবই অসফল।