নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একজন আসামিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট একটি মামলা রুজু করা হয়। এ মামলায় একজন আসামিকে দোষী সাব্যস্ত করে মোট ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ব্যারিস্টার সজীব আহমেদ জানান, পরিবেশ রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


