নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় হঠাৎ কর বৃদ্ধির প্রতিবাদে Tuesday (২২ জুলাই) দুপুরে স্থানীয় বিভিন্ন সংগঠন ও সচেতন নাগরিকরা স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিটি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদকে দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভার বাজেট ঘোষণার সময় পৌর প্রশাসক কর বৃদ্ধির কোনো ঘোষণা না দিয়ে আশ্বাস দিয়েছিলেন, নতুন কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধি করা হবে না। কিন্তু পরে হঠাৎ কর বৃদ্ধির নোটিশ পাঠানো হয়, যা নিয়ে স্থানীয় নাগরিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, শ্রীপুর পৌরসভা প্রথম শ্রেণির হলেও উন্নয়নে রয়েছে ব্যাপক অবহেলা। আধুনিক নাগরিক সুবিধা অনেক এলাকায় পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে কর বৃদ্ধি করা অযৌক্তিক ও অনৈতিক। বিশেষ করে আবর্জনা অপসারণে কার্যকর ব্যবস্থা না থাকায় আবর্জনা ব্যবস্থাপনার নামে ৩% এবং সড়ক বাতির নামে ২% কর আরোপ করা হয়েছে, যা নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান সেলিম মোল্লা, পৌর সচেতন নাগরিক ফোরামের সভাপতি রওশন হাসান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, সাংগঠনিক সম্পাদক মিসকাত রাসেল, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক ও অন্যান্য সংগঠকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ স্মারকলিপি গ্রহণের পর জানান, তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। প্রতিটি ওয়ার্ডে গণশুনানি করে কর সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।