গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৭, ৮ ও ৯ নভেম্বর শুরু হচ্ছে মাওলানা সাদপন্থীদের ইজতেমা। ইজতেমা ঘিরে মাওলানা জোবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দুপক্ষের উত্তেজনা ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাদপন্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামী ৭, ৮ ও ৯ নভেম্বর পৌর শহরের আমতলা মোল্লাবাড়িসংলগ্ন চিল্লির মাঠে ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি বিশ্ব ইজতেমাকে সম্পন্ন করার জন্য দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ইজতেমা অনুষ্ঠিত হয়। এ ইজতেমা থেকে জামাত বের হয়ে বিশ্ব ইজতেমার জন্য কাজ করবে সবাই।
তিনি বলেন, ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে সুষ্ঠু-সুন্দরভাবে বিশ্ব ইজতেমা সম্পন্ন করতে পারে সেজন্য এ ইজতেমার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ইজতেমার আয়োজন সম্পন্ন করা হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যাবতীয় কাজ প্রশাসনের অনুমতি ও সহযোগিতা নিয়েই করা হয়েছে। কিন্তু মাওলানা জোবায়েরপন্থীরা প্রশাসনের কাছে দাবি করেছেন, আমাদের ইজতেমার অনুমতি না দেয়ার জন্য। আমরা আশা করি আমাদের ইজতেমা সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা পাব। তাদের ইজতেমা অনুষ্ঠিত হলে আমরা পূর্ণ সমর্থন দেব।
জোবায়েরপন্থী মৌলভী মাহমুদুল হাসান সজল বলেন, মাওলানা সাদ কোরআন-হাদিসবিরোধী কিছু ব্যাখ্যা দিয়েছেন, যেগুলো আমাদের ওলামায়ে কেরাম সমর্থন করে না। এজন্য সাদপন্থীরা যেন শ্রীপুরে প্রবেশ না করে সেজন্য আমরা প্রশাসনকে অনুরোধ করেছি। যেহেতু গাজীপুরে জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এখন এ ধরনের ইজতেমা হলে বিশ্ব ইজতেমার গুরুত্ব কমে যাবে। এ ইজতেমার অনুমতি না দেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি আমরা।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেন, কাউকে বাধা না দিয়ে দুপক্ষকেই ভিন্ন সময়ে ইজতেমা করতে বলা হয়েছে। এক্ষেত্রে দুপক্ষকে নিরাপত্তা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে পুলিশ। আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।