নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্থার কমিশন গঠনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে শিক্ষকগণ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্কুল,মাদ্রাসা ও কলেজের দুই শতাধিক শিক্ষক। পরে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভিটিপাড়া কোব্বত হামিদ কাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী মোড়ল,বিন্দুবাড়ি গাউছুল আজম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও: তোফাজ্জল হোসেন, কাওরাইদ কালি নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান নাজমুল, ভাংনাহাটি বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোঃ বশির আহম্মদ মোমতাজি, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সালাহউদ্দিন আহমেদ,আক্তাপাড়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক আবুল হাশেম, বরামা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম,টেংরা আলহাজ্ব নওয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।