গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর থেকে আরিফুল ইসলাম আতিক (২০) নামে এক কারখানা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার কড়াইতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম আতিক কুড়িগ্রামের উলিপুর থানার রামদাসপুর এলাকার আতাউর রহমানের ছেলে। তিনি শ্রীপুরের মিতালী টেক্সটাইলে চাকরি করতেন।
শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, কড়ইতলা এলাকায় আতিকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তার গলার শ্বাসনালী কাটা ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।