নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল,ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীপুর উপজেলার সভাপতি মুফতি শামীম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির,সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার,বাংলাদেশ জামাতে ইসলামির শ্রীপুর প্রতিনিধি আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক নুর নবী, বিএনপি নেতা শ্রী দুলাল চৌহান প্রমূখ।
সভায় শ্রীপুর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভা শেষে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে পূজা মণ্ডপে অর্থ বরাদ্দের প্রয়োজনে ব্যাংক একাউন্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।