শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ।

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মৃত নির্মাণ শ্রমিক মো. জাকারিয়া হোসেন (২২) উপজেলার নিজমাওনা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি উপজেলার নিজমাওনা গ্রামের ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

মৃতের স্বজন আমিনুল ইসলাম লিটন বলেন, জাকারিয়া ওই কারখানায় সকালে কাজ করতে আসেন। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. সামসুল হক বলেন, ‘বিদ্যুতায়িত ছেলে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে ছেলের মরদেহ দেখতে পাই। কীভাবে মারা গেলে কিছুই জানতে পারলাম না।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেপ চক্রবর্তী বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়ে। পুলিশকে খবর দেওয়ার পরপরই মরদেহ নিয়ে গেছে।

ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আসলাম সোহেল বলেন, ‘সব ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্মাণকাজ হচ্ছে। মৃত শ্রমিক অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গাজীপুরের ২৬৬ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল