জুমবাংলা ডেস্ক : গাজীপুরের নতুন বাজার এলাকায় দ্রুতগতির তাকওয়া পরিবহনের মিনি বাসের চাপায় অটোরিকশাচালক রিটন মিয়া (৩৫) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন।
নিহত অটোচালক রিটন মিয়া জয়দেবপুর থানার শিরিরচালা এলাকার দুলাল মিয়ার ছেলে। দুর্ঘটনায় কিছুক্ষণের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে চালক রিটন মিয়া তার অটোরিকশা মহাসড়কের পাশে রেখে সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির তাকওয়া পরিবহন তাকে চাপা দিলে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়েছে। মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়ে। তাকওয়া পরিবহনের চালক জনিকে আটকসহ মিনি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।