নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে বৈদ্যতিক খুঁটি স্থাপন করেছে প্রভাবশালী একটি মহল।
শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের কাছে খুটির অপসারাণ চেয়ে একটি আবেদনও করেছেন। তিনি জানান, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থানীয় প্রভাবশালীরা অনৈতিকভাবে খুটি স্থাপন করে।
Advertisement
এদিকে, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার শাহজাহান কবীর বিষয়টি দুঃখজনক জানিয়ে বলেন, খুটি স্থাপনকারী ঠিকাদারকে দ্রত সময়ে খুটি অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



