Advertisement
নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সরকারি আদেশ অমান্য করে লোক সমাগম ঘটিয়ে সুন্নতে খৎনার অনুষ্ঠান করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে উপজেলার বরমা দক্ষিণপাড়া গ্রামে এই অনুষ্ঠান হচ্ছিল।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন জানান, লোক সমাগম বা গণজমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তা সত্ত্বেও বরমা দক্ষিণপাড়া গ্রামের শরিফুল ইসলাম তার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানের আয়োজন করে। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠান না করার জন্য বলেন। নিষেধ অমান্য করে তিনি ৫০০ লোকের জন্য রান্নার আয়োজন করেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রমাণ পাওয়া যায়। সরকারি আদেশ অমান্য করে লোক সমাগম ঘটিয়ে অনুষ্ঠান করায় শরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।