Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে শ্রীপুরে ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে নাহিদ মোড়ল (২৫) নামে মোটরসাইকেল এক আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর মাওনা- বরমী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ মোড়ল গাজীপুরের কাপাসিয়ার ভিটিপাড়ার ফজলু মোড়লের ছেলে।
শ্রীপুর থানার এসআই কামরুল হাসান জানান, নাহিদসহ তিনজন মোটর সাইকেলযোগে মাওনার দিকে যাচ্ছিলেন। পথে সাতখামাইরের চেরাগআলী মাজারের সামনে পেছন থেকে একইদিকগামী এক ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নাহিদ মোড়ল নিহত এবং অপর এক আরোহী আহত হন। আহত আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.