নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ব্যবহারিক নম্বর অন্তর্ভুক্ত না হওয়ায় এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে। ‘অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক-২’ বিষয়ের ব্যবহারিক নম্বর সংযুক্ত না থাকায় পাঁচটি বিদ্যালয়ের ৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
ফলাফল প্রকাশের পর হতভম্ব হয়ে পড়েন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। রোববার (১৩ জুলাই) দুপুরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে তারা বিক্ষোভ করেন। দাবি ওঠে, দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক।
ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, তাঁরা নিয়ম অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা দিয়ে খাতা জমা দিয়েছেন। কিন্তু শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর অসচেতনতা ও গাফিলতির কারণে নম্বরগুলো কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত কেন্দ্র সচিব শাহানা পারভীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ব্যবহারিক পরীক্ষার জন্য তিনি অতিরিক্ত টাকা দাবি করেছিলেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি কোনো গাফিলতি নয়, সার্ভারের সমস্যার কারণে এমন হতে পারে। ১৭ জুলাইয়ের মধ্যে সমস্যার সমাধান হবে।”
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, “আমরা ইতিমধ্যে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের শোকজ করেছি। নম্বর বোর্ডে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সমাধান হবে।”
শ্রীপুরের ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “ঘটনার গুরুত্ব অনুধাবন করে তদন্ত শুরু হয়েছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, এমন ঘটনার মাধ্যমে একটি প্রজন্মের শিক্ষা ও আত্মবিশ্বাসের উপর চরম আঘাত হানা হয়েছে। তাঁরা দ্রুত সঠিক ফলাফল প্রকাশ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।