Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শ্রীলংকার কাছে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ হলো টাইগাররা
    ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

    শ্রীলংকার কাছে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ হলো টাইগাররা

    July 31, 20196 Mins Read

    স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলংকার কাছে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ১২২ রানে হারের স্বাদ নেয় টাইগাররা। তাই ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো লংকানরা।

    কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান করে স্বাগতিক শ্রীলংকা। জবাবে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।

    বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। লংকানদের ভালো শুরু করতে দেননি বাংলাদেশের পেসার শফিউল ইসলাম। পঞ্চম ওভারেই শ্রীলংকা শিবিরে আঘাত হানেন শফিউল। আগের ম্যাচে ৮২ রান করা ওপেনার আভিস্কা ফার্নান্দোকে লেগ বিফোর ফাঁেদ ফেলেন সাড়ে তিন বছর জাতীয় দলে ফেরা শফিউল।

    দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর দলের ভীত গড়ার চেষ্টা করেন অধিনায়ক দিমুথ করুনারতেœ ও প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল পেরেরা। মারমুখী মেজাজ না দেখিয়ে দলের স্কোর বড় করার চেষ্টা করে সফল হয়েছেন তারা। তাদের ব্যাটিং দৃঢ়তায় সেঞ্চুরির দোড়গোড়ায় পৌছে যায় শ্রীলংকার ইনিংস। তবে এই জুটিকে একত্রে তিন অংকে পা রাখতে দেননি বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ৬টি চারে ৬০ বলে ৪৬ রান করা করুনারতœকে আউট করেন তাইজুল। ফলে দলীয় ৯৬ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলংকা। পেরেরার সাথে দ্বিতীয় উইকেটে ৯৫ বলে ৮৩ রান যোগ করেন করুনারতেœ।

    অধিনায়ককে হারিয়ে খেই হারিয়ে ফেলেন উইকেটে জমে যাওয়া পেরেরা। ৫ বল পর ফিরতে হয় তাকেও। ৫টি চারে ৫১ বলে ৪২ রান করা পেরেরাকে শিকার করেন পেসার রুবেল হোসেন। তাই ৯৮ রানের মধ্যে ফিরে যান করুনারতেœ-পেরেরা।

    ২ রানে ২ উইকেট হারিয়ে চাপ অনুভব করছিলো শ্রীলংকা। কিন্তু লংকানদের বেশিক্ষণ চাপ অনুভব করতে হয়নি। কারন চতুর্থ উইকেটে দারুন এক জুটি গড়েন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। বাংলাদেশ বোলারদের সমীহ করে খেলা শুরু করেন মেন্ডিস-ম্যাথুজ। তাই শ্রীলংকার স্কোর দেড়শ পেরিয়ে দু’শর দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু মেন্ডিস-ম্যাথুজের স্বপ্ন ভেঙ্গে দেন অকেশনাল বোলার সৌম্য সরকার। ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি করা মেন্ডিসকে দলীয় ১৯৯ রানে থামতে হয়। ৫টি চার ও ১টি ছক্কায় ৫৮ বলে ৫৪ রান করেন মেন্ডিস। চতুর্থ উইকেটে ১২১ বলে ১০১ রান দলকে উপহার দেন মেন্ডিস।

    দলের স্কোর ২শ ছুইছুই অবস্থায় মেন্ডিস ফিরে গেলে, ক্রিজে আসেন দাসুন শানাকা। উইকেটে গিয়েই নিজের মারমুখী মেজাজ দেখান তিনি। ২টি করে চার-ছক্কায় দলের রান রেট বাড়ানোর চেষ্টা করেন শানাকা। তার মারমুখী ব্যাটিং-এ আড়াইশ রানে পৌছে যায় শ্রীলংকা। কিন্তু শানাকে আরও বেশি ভয়ংকর হতে দেননি শফিউল। ১৪ বলে ৩০ রানে শানাকাকে থামিয়ে দেন শফিউল।

    মেন্ডিস-শানাকাকে হারিয়ে ব্যাট হাতে অবিচল ছিলেন ম্যাথুজ। দলকে বড় স্কোর এনে দিতে বদ্ধ পরিকর ছিলেন তিনি। শেষ পর্যন্ত তাই করেছেন ম্যাথুজ। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আউট হন তিনি। ততক্ষণে নিজের নামের পাশে ৮৭ রান বসিয়ে ফেলেন ম্যাথুজ। ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম হাফ-সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ম্যাথুজের কল্যাণে তিনশ রানের সংগ্রহের পথ তৈরি হয়েছিলো। কিন্তু তার বিদায়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। বল হাতে বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন শফিউল ইসলাম ও সৌম্য সরকার। ১টি করে উইকেট শিকার করেন রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

    ২৯৫ রানের জয়ের লক্ষ্যে এবারও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কোর বোর্ডে ৪ রান উঠতেই প্যাভিলিয়নে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল। এবার আর বোল্ড হননি তিনি। কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। এবার করেন ২ রান।

    তামিমের বিদায়ের পর ঘুড়ে দাড়ানোর চেষ্টা করেন আরেক ওপেনার আনামুুল হক ও তিন নম্বরে নামা সৌম্য সরকার। প্রথমবারের মত এই সিরিজে খেলতে নামা আনামুল সুযোগটি কাজে লাগাতে পারেননি। তবে ২টি চারে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৪ বলে ১৪ রান করে রাজিথার দ্বিতীয় শিকার হন আনামুল।
    দলীয় ২৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিলো বাংলাদেশ। কারন উইকেটে যোগ দেন ইন-ফর্ম মুশফিকুর রহিম। ব্যাটিং অর্ডারে নিচের দিকে নেমে পড়া মোহাম্মদ মিঠুনকে নিয়ে উইকেটে সেট হবার চেষ্টা করেন তিনি। কিন্তু তাদের পথে বাধাঁ হয়ে দাড়ান শানাকা। ১২তম ওভারে মুশফিককে ও ১৬তম ওভারে মিঠুনকে বিদায় দেন শানাকা। মুশফিক ১০ ও মিঠুন ৪ রান করেন।

    বাংলাদেশের মিডল-অর্ডারের ভরসা মুশফিক-মিঠুনকে শিকার করেই ক্ষান্ত হননি শানাকা। ছয় নম্বরে নামা মাহমুদুুল্লাহর বিদায়ও নিশ্চিত করেন শানাকা। ৯ রানে মাহমুদুল্লাহ আউট হন। ফলে ৮৩ রানেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচের লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

    সতীর্থরা ফিরে গেলেও, আজ ব্যাট হাতে লড়াই করেন সৌম্য। বিশ্বকাপে ৮ ইনিংসে ১৬৬ ও এই সিরিজের দুই ইনিংসে যথাক্রমে ১৫ ও ১১ রান করা সৌম্য ৬১তম বলে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। ১০ ইনিংস পর হাফ-সেঞ্চুরি পাওয়া সৌম্য সাব্বির রহমান ও মিরাজকে নিয়ে পরবর্তীতে লড়াই করার পরিকল্পনা করেন। কিন্তু সেটি হতে দেননি শ্রীলংকার ডান-হাতি পেসার লাহিরু কুমারা। সাব্বিরকে ৭ ও মিরাজকে ৮ রানে শিকার করেন তিনি। তাই ১১৭ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ হারের পথ দেখে ফেলে বাংলাদেশ।

    তবে হাফ-সেঞ্চুরির পর দ্রুত রান তোলার চেষ্টা করেন সৌম্য। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। আকিলা ধনঞ্জয়ার গুগলিতে বোল্ড হয়ে থেমে যান সৌম্য। ৫টি চার ও ১টি ছক্কায় ৮৬ বলে ৬৯ রান করেন সৌম্য।

    সৌম্য ফিরে যাওয়ায়, বাংলাদেশের হার সময়ের ব্যাপার হয়ে দাড়ায়। কিন্তু নয় নম্বরে নামা তাইজুল প্রতিপক্ষের বোলারদের সামনে মারমুখী হয়ে উঠেন। তার ব্যাটিং দৃঢ়তায় হারের ব্যবধান কমতে থাকে বাংলাদেশের। কিন্তু শেষ ব্যাটসম্যান রুবেল হোসেন রান আউটের ফাঁেদ পড়লে ৩৬ ওভারে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৫টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তাইজুল। শ্রীলংকার শানাকা ৩টি ও রাজিথা-কুমারা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলংকার ম্যাথুজ।

    স্কোর কার্ড :
    শ্রীলংকা ইনিংস :
    ফার্নান্দো এলবিডব্লু ব শফিউল ইসলাম ৬
    করুনারতেœ ক মুশফিক ব তাইজুল ৪৬
    কুশল পেরেরা ক মুশফিক ব রুবেল ৪২
    কুশল মেন্ডিস ক সাব্বির ব সৌম্য ৫৪
    ম্যাথুজ ক মুশফিকুর ব সৌম্য ৮৭
    শানাকা ক সাব্বির ব শফিউল ৩০
    জয়সুরিয়া ক তামিম ব শফিউল ১৩
    ডি সিলভা অপরাজিত ১২
    ধনঞ্জয়া ক সাব্বির ব সৌম্য ০
    রাজিথা অপরাজিত ০
    অতিরিক্ত (ও-৪) ৪
    মোট (৮ উইকেট, ৫০ ওভার) ২৯৪
    উইকেট পতন : ১/১৩ (ফার্নান্দো), ২/৯৬ (করুনারতেœ), ৩/৯৮ (পেরেরা), ৪/১৯৯ (মেন্ডিস), ৫/২৫১ (শানাকা), ৬/২৮০ (জয়সুরিয়া), ৭/২৮৪ (ম্যাথুজ), ৮/২৮৪ (ধনঞ্জয়া)।
    বাংলাদেশ বোলিং :
    শফিউল : ১০-২-৬৮-৩ (ও-১),
    রুবেল : ৯-১-৫৫-১ (ও-১),
    তাইজুল : ১০-২-৩৪-১,
    মিরাজ : ৯-০-৫৯-০,
    সৌম্য : ৯-০-৫৬-৩ (ও-১),
    মাহমুদুল্লাহ : ৩-০-২২-০ (ও-১)।
    বাংলাদেশ ব্যাটিং :
    আনামুল ক ফার্নান্দো ব রাজিথা ১৪
    তামিম ক পেরেরা ব রাজিথা ২
    সৌম্য বোল্ড ব ধনঞ্জয়া ৬৯
    মুশফিক ক মেন্ডিস ব শানাকা ১০
    মিঠুন ক কুমারা ব শানাকা ৪
    মাহমুদুল্লাহ ক পেরেরা ব শানাকা ৯
    সাব্বির ক (অতি) ডি সিলভা ব কুমারা ৭
    মিরাজ (অতি) ডি সিলভা ব কুমারা ৮
    তাইজুল অপরাজিত ৩৯
    শফিউল স্টাম্প পেরেরা ব ডি সিলভা ১
    রুবেল রান আউট (করুনারতেœ/পেরেরা) ২
    অতিরিক্ত (লে বা-২, ও-৫) ৭
    মোট (অলআউট, ৩৬ ওভার) ১৭২
    উইকেট পতন : ১/৪ (তামিম), ২/২৯ (আনামুল), ৩/৪৬ (মুশফিকুর), ৪/৬০ (মিঠুন), ৫/৮৩ (মাহমুদুল্লাহ), ৬/১০৫ (সাব্বির), ৭/১১৭ (মিরাজ), ৮/১৪৩ (সৌম্য), ৯/১৪৯ (শফিউল), ১০/১৭২ (রুবেল)।
    শ্রীলংকা বোলিং :
    জয়সুরিয়া : ৬-০-৪০-০,
    রাজিথা : ৫-০-১৭-২ (ও-৩),
    ধনঞ্জয়া : ১০-০-৪৪-১,
    শানাকা : ৬-০-২৭-৩ (ও-২),
    ডি সিলভা : ৪-১-১৬-১,
    কুমারা : ৫-০-২৬-২।
    ফল : শ্রীলংকা ১২২ রানে জয়ী।
    ম্যাচ সেরা : অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলংকা)।
    সিরিজ : তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা।

    সূত্র: বাসস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts

    এই মাসেই বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে ভারতের গোয়েন্দা সংস্থা: হাসনাত

    May 8, 2025

    আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা প্রত্যাহার

    May 8, 2025
    সেনাপ্রধানের সঙ্গে সৌদি দূতাবাসের

    সেনাপ্রধানের সঙ্গে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ

    May 8, 2025
    সর্বশেষ সংবাদ
    aporna
    মনের মানুষের সাথে বিকিনি পড়া ছবি শেয়ার করলেন প্রসেনজিৎ কন্যা
    ভারতের বিরুদ্ধে এফ-১৬ কি ব্যবহারই করতে পারবে না পাকিস্তান?
    পাকিস্তানি সিনেমা-সিরিজ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল ভারত
    কাবিননামা ছাড়াই ডিভোর্স
    কাবিননামা ছাড়াই ডিভোর্স: আইন ও শরীয়তের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হলো
    এরদোয়ানকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
    মোদির সর্বদলীয় বৈঠক
    সঙ্কটের মুখোমুখি মোদির সর্বদলীয় বৈঠক: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে
    চীনের HQ9 এয়ার ডিফেন্স
    চীনের HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম: প্রতিরক্ষা সক্ষমতা বিশ্লেষণ
    নামাজের সময়সূচি ২০২৫
    নামাজের সময়সূচি : ৯ মে, ২০২৫
    পাকিস্তানি জনতা
    প্রিয়জনের মৃত্যুর প্রতিশোধে পাকিস্তানি জনতার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিদ্যা
    ওয়ারেন বাফেট
    ওয়ারেন বাফেটের সাফল্যের ৮ মূল সূত্র: বিনিয়োগের জ্ঞান ও শিক্ষা
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.