Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকায় লকডাউন শেষ করার কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার তা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
গত ২০ মার্চ দেশব্যাপী ঘোষিত লকডাউন প্রত্যাহার করা হবে এ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই উল্টো তা বাড়িয়ে ৪ মে পর্যন্ত করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমণ লাফিয়ে বাড়ছে। ঘণবসতিপূর্ণ রাজধানী কলম্বোয় করোনার ৮১ রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ওয়েলিসারা নৌ ঘাঁটিতে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে ৬৫ হয়েছে।
শ্রীলংকায় রোববার পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬০ জন। মারা গেছে সাত জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



