স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল।
ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৯ রান করতে পেরেছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার পক্ষে দুর্দান্ত বোলিং করেন বিনুরা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে।
বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকলে ডিএলএস মেথডে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১৪৩ রান। কিন্তু অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউডের তোপে ৮ উইকেট হারিয়ে ১২২ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।
রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার পাথুম নিসাঙ্কা। কিন্তু তিনি খেলে ফেলেন ৩৭টি বল। এছাড়া ১৬ রান করতে ১৯ বল খেলেন চারিথ আসালাঙ্কা।
শেষ দিকে ৩ চার ও ১ ছয়ের মারে ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান উইকেটরক্ষক ব্যাটার দীনেশ চান্দিমাল।
অস্ট্রেলিয়ার পক্ষে ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪টি উইকেট নেন হ্যাজলউড। লেগস্পিনার জাম্পা ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩টি উইকেট।
এর আগে অস্ট্রেলিয়া দেড়শ ছুঁইছুঁই স্কোর পায় মূলত তিন ব্যাটারের কল্যাণে। বেন মেকডারমট ৪১ বলে ৫৩, অভিষিক্ত জশ ইংলিস ১৮ বলে ২৩ ও মার্কাস স্টয়নিস ১৭ বলে করেন ৩০ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।