শ্রীলঙ্কার প্রেসিডেন্ট স্ত্রীসহ সিঙ্গাপুরে, পরবর্তী গন্তব্য আমিরাত!

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, তার স্ত্রী লোমা ও দুই দেহরক্ষীকে বহনকারী একটি বিমান সিঙ্গাপুরে অবতরণ করেছে। মালদ্বীপ থেকে বিমানটি সেখানে গেছে বলে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে জানা গেছে।

গণ-বিক্ষোভের মুখে এর আগে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে পালান গোতাবায়া। এরপর তিনি সেখান থেকে সৌদিয়া এয়ারলাইনের একটি বিমানে সিঙ্গাপুরে এসেছেন বলে বিমানবন্দরের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া সাতটার দিকে বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে অবতরণ করে বলে বার্তাসংস্থাটির সাংবাদিকদের জানান ওই কর্মকর্তা।

রাজাপাকসে সিঙ্গাপুরে আসছেন শুনে চাঙ্গি বিমানবন্দরে সংবাদ কর্মীরা ভিড় জমান।

নিজ দেশ শ্রীলঙ্কায় ৭৩ বছরের গোতাবায়া ও তার সহযোগীরা দুর্নীতি, অর্থনৈতিক অব্যস্থাপনার দায়ে জনরোষের মুখে পড়েছেন। চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট প্রাসাদের ঢুকে পড়ে বিক্ষোভকারীরা।

এই প্রেক্ষাপটে গোতাবায়া সিঙ্গাপুরেই বেশ কিছু দিন থেকে যাবেন বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কার নিরাপত্তা সূত্রগুলি জানিয়েছে এরপর গোতাবায়া সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় চাইতে পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএফপি