স্পোর্টস ডেস্ক: আগামী জানুয়ারিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরের অনুমতি পাচ্ছে ইংল্যান্ড। করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় ইংল্যান্ডের সব ফ্লাইট বন্ধ রয়েছে। এরপরও ইংল্যান্ড দলকে বিশেষ অনুমতি দেয়া হচ্ছে।
বিশেষ বিমানে করে আগামী মাসে শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে জো রুটের দলের। সব ঠিক থাকলে আগামী ৩ জানুয়ারি শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে রওনা হবে দলটি।
সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে ১০ দিন জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে ইংল্যান্ডকে। এরপর আগামী ১৪ জানুয়ারি গল মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে ২২ জানুয়ারি। কদিন আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ড স্বাস্থ্য বিধি এবং নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
যদিও এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য জানায়নি ইংল্যান্ড। গত মঙ্গলবার থেকেই ইংল্যান্ড সব ধরনের ফ্লাইট বাতিল করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।