নিজের জীবনের উদ্দেশে খোলা চিঠিতে যা লিখেছেন শ্রীলেখা মিত্র

শ্রীলেখা

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে নিজের জীবনের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন।

অভিনেত্রী লেখেন, আমার দিকে ছুড়ে দেওয়া তোমার চ্যালেঞ্জগুলো বুঝে উঠতে বেশ সময় লেগেছে। পড়ে গিয়েছে, চোট লেগেছে, ভেবেছি তুমি আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। কখনও কখনও মনে হয়েছে জীবনটাকে শেষ করে দেই।

টলি অভিনেত্রী আরও লেখেন, আসলে তখন মনে হয়েছিল আমার পক্ষে কিছুই কাজ করছে না। কিন্তু তারপর তুমি হাসলে আর আমার মধ্যে একটা ইতিবাচক মনোভাব ঢুকিয়ে দিলে, ধীরে ধীরে আমি নিজেকে খুঁজে পেলাম এবং জীবনের রিস্ক আর চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করেছি।

শ্রীলেখাবেশ কয়েক বছর আগেই নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন শ্রীলেখা। সেই প্রযোজনা সংস্থা থেকে স্বল্প দৈর্ঘ্যের ছবিও তৈরি করেছেন।

শুক্রবার শ্রীলেখার পরিচালনায় তৈরি একটি বিজ্ঞাপন মুক্তি পেল। আর সেই বিজ্ঞাপন ভার্চুয়াল দুনিয়ার বন্ধুদের সামনে তুলে ধরবার আগে একই সঙ্গে উত্তেজিত এবং চিন্তিত শ্রীলেখা। একটি ট্রাভেল এজেন্সির জন্য বিজ্ঞাপন তৈরি করেছেন পরিচালক শ্রীলেখা।

বুবলীর ১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল