Advertisement
স্পোর্টস ডেস্ক : মাত্রই কিছুদিন আগে ভারতীয় ক্রিকেটার শ্রীশান্তের জীবনে আসে বড় এক সুখবর। সাত বছর পর ফিক্সিংয়ের অপরাধে পাওয়া ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে তার। কিন্তু এক সপ্তাহের মধ্যেই শ্রীশান্তের জীবনে এলো বড় দুঃসংবাদ। সাবেক এই জাতীয় দলের ক্রিকেটারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তিনি বাড়িতে না থাকলেও অল্পের জন্য তার স্ত্রী ও সন্তানরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শুক্রবার (২৩ আগস্ট) রাত ২টার দিকে শ্রীশান্তের কোচির বাড়িতে আগুন লাগে। বাড়ির নিচের তলার হলঘর ও বেডরুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে বাড়ির সদস্যদের উদ্ধার করেন।
ঘটনার তদন্ত চলছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।