রংপুরে শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতির সদস্য পদ স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমতির পদ স্থগিত করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু তৌহিদ মো. সিয়াম, জ্যেষ্ঠ সংগঠক নাঈম আবেদীন ও মোহাম্মদ আরশাদ হোসাইন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রংপুর নগরীর হারাটি উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বাঁশের লাঠি দিয়ে মারধর করেন ইমতি। ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষোভের সৃষ্টি হয়।
ইমতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। পরে গত ১৮ জুলাই তিনি বাগছাসের রংপুর মহানগর আহ্বায়ক পদে মনোনীত হন।
মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।