স্পোর্টস ডেস্ক: ইউরোপা লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানে হারিয়ে ষষ্ঠ বারের মতো শিরোপা জিতেছে সেভিয়া। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও লুক ডি ইয়ংয়ের জোড়া গোলে নেরাজ্জুরিদের ৩-২ ব্যবধানে হারিয়েছে হুলেন লোপেতেগির শিষ্যরা।
২১ আগস্ট (শুক্রবার) দিবাগত রাতে জার্মানির কোলনের ফাইনালে ম্যাচের ৫ম মিনিটে লুকাকুর পেনাল্টি কিক থেকে এগিয়ে যায় ইন্টার। এই গোলে রোনালদো নাজারিওর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
ইন্টারের জার্সিতে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল করার আগের রেকর্ডটি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তির। এবার সেভিয়ার বিপক্ষে গোলটি করে এই রেকর্ড ছুঁয়েছেন লুকাকু।
শুরুতে এগিয়ে গেলেও অবশ্য ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে সরাসরি ইউরোপা লিগে যোগ দেওয়া ইন্টার।
১২তম মিনিটে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে ইউরোপা লিগ ‘স্পেশালিস্ট’রা। জেসুস নাভাসের লং পাস থেকে হেডে দুর্দান্ত গোল করে সেভিয়াকে সমতায় ফেরান ডি ইয়ং।
৩৩তম মিনিটে আবার ম্যাচের স্পটলাইট কেড়ে নেন এই সুইস ফরোয়ার্ড। এভার বানেগার নেওয়া ফ্রি-কিক থেকে লাফিয়ে ওঠে আবারও হেডে ইন্টারের জালে বল জড়িয়ে দেন ডি ইয়ং।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেভিয়াও। প্রথমার্ধেই চার গোল হওয়া ম্যাচে কন্তের দল সমতায় ফিরে ৩৫তম মিনিটে। মার্সেলো ব্রোজোভিচের ফ্রি-কিক থেকে হেডে গোল শোধ করেন দিয়েগো গডিন।
বিরতির পর দু’দলই লড়াই করেছে সমানতালে। কিন্তু লুকাকুর আত্মঘাতি সেই গোল আর শোধ করতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা। শেষ মুহুর্তে অবশ্য সুযোগ পেয়েছিলেন বদলি হিসেবে নামা মোজেজ। কিন্তু কাজে লাগাতে পারেননি।
শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট শেষে ইন্টারকে ৩-২ ব্যবধানে হারিয়ে ২০১৯/২০ মৌসুমের ইউরোপা লিগ শিরোপা নিশ্চিত করে স্প্যানিশ ক্লাব সেভিয়া।
প্রসঙ্গত, এই নিয়ে রেকর্ড ষষ্ঠতম ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া। তারমধ্যে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে রেকর্ড গড়া হ্যাটট্রিক শিরোপাও জিতে স্প্যানিশ ক্লাবটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।