টানা ৪১ বছর দলের শীর্ষ পদে থাকা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে গভীর শোকাহত নেতা-কর্মীরা ক্রমেই নিজেদের সামলে নিচ্ছেন। শোককে শক্তিতে পরিণত করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তাঁরা। এই নির্বাচন উপলক্ষে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংশ্লিষ্টরা বলছেন, চব্বিশোত্তর নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সেজন্য বিএনপির লক্ষ্য এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেগম খালেদা জিয়ার অভাব দলে পূরণ হওয়ার নয়, কিন্তু দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানকে সশরীরে নিজেদের কাছে পেয়ে সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে সুবিশাল গণজমায়েত এবং বেগম খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের জনসমাগম আগামী নির্বাচনে প্রভাব ফেলবে। তাঁরা বলছেন, দেড় দশকের বেশি সময় ধরে রাজনৈতিক চাপ, সাংগঠনিক দুর্বলতা ও অনেক ক্ষেত্রে নেতৃত্বসংকটে ভুগেছে বিএনপি। নির্বাচনের তারিখ ঘোষণা ও তারেক রহমানের দেশে ফেরার পর সেই স্থবিরতা কাটতে শুরু করলেও খালেদা জিয়ার মৃত্যু দলটির জন্য এক নতুন বাস্তবতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে দল ঐক্যবদ্ধ করে নির্বাচনের বৈতরণি পার হওয়া এখন বিএনপির প্রধান লক্ষ্য। শোকের সময় পার করে বিএনপি পুরোপুরি মনোযোগ দিচ্ছে জাতীয় নির্বাচনে। এরই মধ্যে নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। দলীয়প্রধানের মৃত্যুতে দল ঘোষিত সাত দিনের শোকের কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষেই পূর্ণোদ্যমে ভোটের মাঠে সক্রিয় হবেন ধানের শীষের প্রার্থী ও নেতা-কর্মীরা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ঘিরে দলের সব প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান। তিনিও নির্বাচনি কার্যক্রমে সম্পূর্ণ মনোযোগী হয়েছেন। শনিবার গুলশান কার্যালয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন। এ সময় সাংগঠনিক এবং নির্বাচনসংশ্লিষ্ট নানা বিষয়ে খোঁজখবর নেন। গতকালও নির্বাচনি কমিটির বৈঠকে অংশ নেন। এ ছাড়া বেগম খালেদা জিয়ার শোকবইতে স্বাক্ষর করতে আসা মিত্র দলসহ অন্য দলগুলোর সঙ্গেও আগামী নির্বাচনসহ নানা বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করছেন। নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে তারেক রহমান নিজের একান্ত সচিব ও প্রেস সচিব নিযুক্ত করেছেন। ১১ জানুয়ারি তিনি তাঁর নির্বাচনি এলাকা বগুড়ায় যাচ্ছেন। সড়কপথে এই সফরের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনি সফর শুরু হবে। আজ সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
তারেক রহমান হচ্ছেন বিএনপির চেয়ারম্যান: দু-এক দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। দলের গঠনতন্ত্রের ৭ (গ) ধারায় বলা আছে, চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারান্তরিন এবং অসুস্থ থাকাকাল থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তারেক রহমান। এখন কেবল অনুষ্ঠানিকতা বাকি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনাবসানের পর দলীয়ভাবে ঘোষিত সাত দিনের শোক কর্মসূচি আজ শেষ হচ্ছে। আজ রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক আহ্বান করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আজকের এ বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং সভাপতিত্ব করবেন। এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু-এক দিনের মধ্যেই চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবে বিএনপি। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। যদিও দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, আবার এই পদ ব্যবহারও করা হচ্ছে না। এ অবস্থায় দলীয় প্রার্থীর প্রচারের ব্যানার-ফেস্টুনে কার ছবি ব্যবহার করা হবে এখনো তার মীমাংসা হয়নি। তাছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর বিধি ৭(চ) অনুযায়ী, ‘কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হলে সে ক্ষেত্রে তিনি শুধুমাত্র নিজের বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট বা হ্যান্ড বিল ও ফেস্টুনে ছাপাতে পারবেন। ছবি পোর্ট্রেট আকারে হতে হবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


