বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দ্বিতীয় নমুনা পরীক্ষায় তার শরীরের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তার গানবন্ধু প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কিছু রোগে ভুগছে ফেরদৌস ওয়াহিদ। কয়েকদিন ধরে ওর বেশ জ্বর। এর মধ্যে একটি বেসরকারি হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। তারপরও জ্বর কমছিল না। এর মধ্যে আবার করোনার বেশ কিছু লক্ষণ ছিল।’
তিনি আরও বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ওদিন সন্ধ্যায় ফের তার নমুনা পরীক্ষা করা হয়। পরদিন শুক্রবার করোনা পজিটিভি আসে। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। সবাই ওর সুস্থতার জন্য দোয়া করবেন।’
দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে গান করে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। গায়কের পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।