জুমবাংলা ডেস্ক : আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স কর্তৃক আয়োজিত ডিজাইন-বিল্ড-ফ্লাই (DBF) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডিজাইন রিপোর্টে ১৮তম এবং সার্বিকভাবে ৩৬তম স্থান অর্জন করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেসের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়।
গত ১০ থেকে ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের অ্যারিজনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এর ক্ষেত্রে দেশের একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব উদ্ভাবিত দুটি Unmanned Aerial Vehicles (UAV) নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম বয়ে এনেছে।
বিমান বিমান বাহিনী এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের অনুপ্রেরণা ও দিক-নিদের্শনা এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহারের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়টি।
এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে একটি সংবর্ধনা অনুষ্ঠান ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্টানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিমান বাহিনীর আমন্ত্রিত উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, DBF প্রতিযোগিতার সাফল্য ছাড়াও অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আরও সাফল্য রয়েছে যেমন, সফলভাবে কিউব স্যাটেলাইট বেলুন উৎক্ষেপন, কিবো রোবট প্রোগ্রামিং-এ ২য় রানার আপ স্থান অর্জন এবং CanSat Competition-এ অংশ গ্রহণের যোগ্যতা অর্জন। আরোও উল্লেখ্য, উদ্ভাবিত ২টি UAV এমনভাবে ডিজাইন করা হয়েছে যা অভ্যন্তরীণ ও বাহ্যিক পে-লোড বহন করতে পারে এবং একইসাথে একটি ইঞ্জিনবিহীন গ্লাইডারকে আকাশ থেকে উৎক্ষেপণ করতে পারে যা নির্ধারিত জিপিএস কো-অর্ডিনেট-এ নির্ভুলভাবে অবতরণ করতে সক্ষম।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণের পূর্বে নতুন ডিজাইনকৃত UAV ২১টি প্রশিক্ষণ মিশন সম্পন্ন করে এবং গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে UAV টির উদ্ভাবনী ডেমোনস্ট্রেশন ফ্লাইট পরিচালনা করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে সম্মানিত বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এই ড্রোনটি স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও অন্যান্য খাতে ব্যবহৃত হতে পারে।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।