রানা সরকার: ঘর থেকে বের হওয়ার সময় আজও মা বারবার ফোন করে জানতে চান— “ঠিকমতো পৌঁছেছো তো?” রাজধানীর রাস্তায় চলা মানে যেন এখন প্রতিদিন অজানা অনিশ্চয়তার মুখোমুখি হওয়া। অথচ সংবিধান বলে, প্রতিটি নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সুরক্ষিত থাকবে। বাস্তবতা কি সত্যিই তা বলে?
বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ সাফ জানায়— নাগরিকের জীবন ও নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। একই বার্তা দেয় জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদের ৩ নম্বর অনুচ্ছেদ:
“Everyone has the right to life, liberty and security of person.”
তবে বাস্তবে রাজধানীর প্রতিটি মোড়ে আতঙ্ক; গুম, খুন, ধর্ষণ যেন নতুন স্বাভাবিক। সংবাদপত্র রক্তাক্ত শিরোনামে ভরা। অপরাধের খবর আসে, কিন্তু বিচারের খবর আসে না।
বিচারহীনতা অপরাধের লাইসেন্স
একটি অপরাধ যখন শাস্তি পায় না, তখন তা ভবিষ্যতের আরও অপরাধের সুযোগ তৈরি করে। খুনী, ধর্ষক বা দুর্নীতিবাজ যখন প্রভাব খাটিয়ে আইনের ফাঁক গলে যায়, তখন জনগণের মনে ভর করে ভয়ের পাশাপাশি ক্ষোভ।
আইনের শাসনের মূল কথা হলো— কেউ আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। রাষ্ট্র যদি আইন প্রয়োগে ব্যর্থ হয়, তাহলে সংবিধান শুধু বইয়ের পাতায় বেঁচে থাকে।
নরওয়ে, জার্মানি কিংবা ভারতের নির্ভয়া মামলার উদাহরণ আমাদের দেখায়, রাষ্ট্র চাইলে দ্রুততম সময়ে বিচারের মাধ্যমে অপরাধ দমন করা সম্ভব। বাংলাদেশেও তেমনটি প্রয়োজন— এখনই।
রাজপথে মানুষের দাবির ভাষা
আজ মানুষ যখন রাস্তায় নামে, তারা কোনো দলের পক্ষে নয়— তারা বেঁচে থাকার পক্ষে। ‘জুলাই ২.০’ নামে যে দাবি উঠছে, তা নাগরিক অধিকারের জন্য। দলমত নির্বিশেষে মানুষ আজ বলছে—
“আমরা বিচার চাই, নিরাপত্তা চাই।”
আর যদি রাষ্ট্র সে দাবি পূরণে ব্যর্থ হয়, তবে মানুষ নিজের অধিকারের জন্য পথে নামবে, যেমন বারবার নেমেছে।
শেষ কথায়
নাগরিকের নিরাপত্তা রাষ্ট্রের কোনো দয়া নয়, এটি সংবিধান স্বীকৃত দায়িত্ব। প্রতিটি নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আইন ও ন্যায়ের শাসনের মাধ্যমে। না হলে এই সমাজে অপরাধীরা শক্তিশালী হবে, রাষ্ট্র দুর্বল হবে, আর সংবিধান পরিণত হবে এক নিঃসঙ্গ দলিলে।
এ লড়াই কোনো দলের নয়। এ লড়াই সবার— বাঁচার অধিকার নিশ্চিত করার লড়াই।
লেখক: রানা সরকার
শিক্ষার্থী, সাউথইস্ট ইউনিভার্সিটি, আইন বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।