জুমবাংলা ডেস্ক : সংবিধান সংস্কারের বিষয়ে ১৬টি সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে সংবিধান সংস্কার কমিশন। সোমবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সংবিধান সংস্কার কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১৬টি সংগঠনের মোট ৩১ জন প্রতিনিধিসভায় অংশ নিয়েছেন।
সভার শুরুতেই জুলাই-অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
আগামী কয়েক দিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময়সভা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি, আইন ও সালিশ কেন্দ্রসহ ১৬টি সংগঠনের সদস্যরা সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।