জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি চলছে। এরই মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন ডাকা হয়েছে।
সংসদ সূত্র জানায়, ঢাকায় বসবাসরত ও ঢাকার পাশ্ববর্তী এলাকার সংসদ সদস্যদসহ তরুণদরে উপস্থিত থাকতে বলা হয়েছে। ৬০ জন সংসদ সদস্য উপস্থিত থাকলেই সংসদ অধিবেশন শুরু হবে। সপ্তম সংসদ অধিবেশন হবে সবচেয়ে সংক্ষিপ্ততম অধিবেশন। সংসদে প্রবেশের সময় সাংসদদের তাপমাত্রা মাপা হবে। প্রবীণ সাংসদের সংসদে না আসার জন্য ফোন করে অনুরোধ করা হয়েছে।
একাদশ সংসদের শেষ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশনে সব ধরনের দর্শনার্থীর পাস বাতিল করা হয়েছে।
সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, সিনিয়র সংসদ সদস্য (বয়স্ক) ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নয় এমন এমপিদের অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।
একদিনের জন্য সংসদ অধিবেশন ডেকে দীর্ঘ সময়ের জন্য মুলতবি সংসদ অধিবেশনের ডাকা হয়েছে। এক্ষেত্রে সব এমপিদের উপস্থিত হওয়ার প্রয়োজনে নেই। ঢাকায় বসবাসরতদেরসহ পার্শ্ববর্তী এলাকার এমপিরা উপস্থিত থাকতে বলা হয়েছে। ৬০ জন সংসদ সদস্য উপস্থিত থাকলেই হবে, যাতে কোরাম সংকট না হয়। সামাজিক দূরত্ব মেনে বসবনে সংসদ সদস্যরা। তারা একজন অন্যজন থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্বে বসবেন। সেভাবে আসন ঠিক করা হয়েছে।
এদিকে, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাতিল করা হয়েছে সাংবাদিকসহ দর্শনার্থীর পাস। গত ১৪ এপ্রিল জাতীয় সংসদ থেকে সপ্তম অধিবেশনে গণমাধ্যম কর্মীদের উপস্থিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জাতীয় সংসদ থেকে এ অনুরোধ জানানো হয়।
সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, সমাগম এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী সংসদে উপস্থিত থাকবেন। সংসদ অধিবেশন খুব সংক্ষিপ্ত হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এ অধিবেশন খুবই স্বল্প সময়ের জন্য বসবে। অধিবেশনে অংশগ্রহণের ক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশনা মেনে চলা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



