জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের উপনেতার ব্যক্তিগত কর্মকর্তার (পিএস) পদ থেকে আজাদ হোসেন (৩৫) নামে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবলীগের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী স্বাক্ষরিত এ–সংক্রান্ত একটি চিঠি সংসদ সচিবালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
সংসদ উপনেতার দুজন ব্যক্তিগত কর্মকর্তার একজন হিসেবে নিয়োজিত ছিলেন আজাদ হোসেন। তিনি নগরকান্দা পৌরসভার মো. ইছাহাক মাতুব্বরের ছেলে। তিনি ২০১৭ সাল থেকে ওই পদে কর্মরত ছিলেন।
সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাব আকবর চৌধুরী বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি নগরকান্দা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আজাদ হোসেন কাজ করছেন। এর ফলে আওয়ামী লীগ নেতা ও সংসদ উপনেতার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই প্রেক্ষাপটে শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজাদ হোসেন বলেন, তাঁকে অব্যাহতি দেওয়ার ঘটনাটি তিনি জানতে পেরেছেন। তাঁর দাবি, তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোনো কাজ করেননি। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


