
জুমবাংলা ডেস্ক : গত বছর নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হয়েছে ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে এক হাজার ৬৫০টি বিদ্যালয় ও কলেজ রয়েছে।
তবে নতুন এমপিওভুক্ত তালিকায় স্থান পায়নি রানীনগর উপজেলার কুজাইল মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
ফলে মানবেতর জীবনযাপন করছেন বিদ্যালয়ের ছয় শিক্ষক-কর্মচারী। সংসারের খরচ চালাতে হালচাষ পর্যন্ত করছেন এসব শিক্ষকরা। এমপিওভুক্তির জন্য সব শর্ত পূরণ করার পরও তালিকায় স্থান না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা।
জানা গেছে, রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল এলাকায় নারী শিক্ষার আলো ছড়াতে ১৯৯৫ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। লেখাপড়ার মান ও যোগ্যতা বলে ১৯৯৯ সালে মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি। ২০০০ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত তালিকায় স্থান পায়।
শিক্ষকরা জানান, বর্তমানে বিদ্যালয়ে প্রায় ২৫৭ শিক্ষার্থী রয়েছে। ২০১৬, ১৭ ও ১৮ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড গড়ে বিদ্যালয়টি। মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণসহ সমুদয় শর্তপূরণ করলে এমপিওভুক্তির তালিকায় স্থান পাবে এমনটি আশা করলেও শেষ পর্যন্ত তা হয়নি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাব্বেল হোসেন জানান, বিদ্যালয়ের ছয় শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে বিনা বেতনে চাকরি করছেন। বিদ্যালয়টিতে লেখাপড়ার মান ও স্বীকৃতির ভিত্তিতে গত ঘোষণার তালিকায় স্থান পাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হলো না। বিদ্যালয়টির প্রতি সুদৃষ্টি দিয়ে এমপিওভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানাই।
এ ব্যাপারে রানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপনের কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ে লেখাপড়ার মান ভালো রয়েছে। আশা করছি আগামীতে বিদ্যালয়টি এমপিওভুক্ত হবে।
তথ্যসূত্র :বাংলাদেশ জার্নাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।