জুমবাংলা ডেস্ক : বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার সম্ভব না হলে আর কখনোই হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের ’সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ শীর্ষক সংলাপ অধিবেশন–৪ এ নৌ পরিবহন উপদেষ্টা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এখন সংস্কার সম্ভব না হলে কখনোই হবে না। সংবিধানের দোহাই দিয়ে এটা করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।’
নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ‘জনগণের প্রতিনিধিত্ব তৈরিতে দ্বি–কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে ভালো গাইডলাইন তৈরি করা সম্ভব।’
রাজনৈতিক দলের চাঁদাবাজি প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক দল আইন) তৈরি করতে হবে। কোনো অযুহাতেই তাদের চাঁদাবাজি মেনে নেওয়া যাবে না। তাই পলিটিক্যাল পার্টিগুলোতেও সংস্কার করা জরুরি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।