সকলে সুরক্ষিত থাকুন, প্রার্থনা বলি-টালিউড তারকাদের

ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী উপকূলে শুক্রবার সকালে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ফণী’। উড়িষ্যায় আছড়ে পড়ার সময় ফণীর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার।

ফণীর তাণ্ডবে উড়িষ্যা সংলগ্ন জেলা মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতিতে যেন সকলে সুরক্ষিত থাকেন, এমন প্রার্থনাই করেছেন বলিউড ও টালিগঞ্জের তারকারা। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্বস্তিকা, শুভশ্রী সহ অনেককেই টুইট করেছেন।

এছাড়া বলিউড তারকাদের মধ্যে অভিষেক বচ্চন, সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়াসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে ওই এলাকার লোকজনদের সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন। সূত্র: জি-নিউজ