জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আঘাত হেনেছে। শনিবার (৪ মে) সকাল ৬টার দিকে খুলনা ও সাতক্ষীরার উত্তর পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফণী।
সকাল ৮টার দিকে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।
তিনি বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত যশোর অঞ্চলে অবস্থান করছিল ফণী। ঘূণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ছিল ৬২ থেকে ৮৮ কিলোমিটার।
ঝড়টির বাংলাদেশ অতিক্রম করতে ছয় থেকে ১০ ঘণ্টা প্রয়োজন হতে পারে।
এদিকে, ফণীর কারণে মংলা ও পায়রা সমুদ্রবন্দরে সাত নম্বর বিপদ সংকতে ও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে চার নম্বর হুঁশিয়ারি সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অগ্রসর হয়ে এটি পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও ঢাকা অঞ্চলে অবস্থান করেতে পারে আরো পাঁচ থেকে ছয় ঘণ্টা। এসময় এ অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।