আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত মঙ্গলবার তাঁর কর্মদিবসের প্রথম দিনই সকাল ৭টায় কার্যালয়ে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি হাজির হলেন বাসস্ট্যান্ডে। বাসেও উঠলেন নতুন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন দলীয় নেতারাও।
প্রধানমন্ত্রী শাহবাজ আজ সকাল ৭টায় ইসলামাবাদ মেট্রো বাস সার্ভিসের পেশোয়ার মোড় স্টেশন পরিদর্শনে যান। পেশোয়ার মোড় স্টেশন থেকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে মেট্রো সার্ভিসের পথ নির্মাণে অস্বাভাবিক দেরির কারণ তদন্তের নির্দেশ দেন তিনি।
শাহবাজের দল পিএমএল-এন ক্ষমতায় থাকতে ২০১৭ সালে এই পথ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। কাজ শেষে পরের বছরই তা চালুর কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। ২৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এই পথ নির্মাণে ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৬০০ কোটি রুপি। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএ) এই প্রকল্প বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু গত বছর মার্চে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের কাছ থেকে এর দায়িত্ব নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
আজ প্রধানমন্ত্রী শাহবাজের পরিদর্শনের সময় সিডিএ ও এনএইচএর কর্মকর্তারা প্রকল্প নিয়ে ব্রিফ করেন। পরে এই প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী একটি বাসে উঠে ওই প্রকল্প পরিদর্শ ন করেন। বাসের সার্বিক পরিস্থিতি দেখে তিনি বিমানবন্দরগামী যাত্রীদের জন্য বাসে লাগেজ রাখার র্যাক লাগানোর নির্দেশ দেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পিএমএল-এন নেতা আহসান ইকবাল, মরিয়ম আওরঙ্গজেব, হানিফ আব্বাসি এবং আনজুম আকিল উপস্থিত ছিলেন।
পরে মরিয়ম আওরঙ্গজেব টুইট বার্তায় বলেন, ইমরান খানের সরকার নিজেদের অযোগ্যতা ও দুর্নীতি আড়াল করতে ‘বিদেশি ষড়যন্ত্রের’ নাটক করছে।
সূত্র : ডন, জিও নিউজ, এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।