জুমবাংলা ডেস্ক : দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের ছয় ঘণ্টাব্যাপী অক্লান্ত প্রচেষ্টায় সকালে তা নিয়ন্ত্রণে আসে।
এ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেডি অফিসার মো. আমিনুল ইসলাম বলেছেন, শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্টসার্কিট থেকে আগুন লাগতো, তাহলে নানা স্থানে আগুন লাগতো না। কে, কারা বা কীভাবে আগুন লাগালো সেটার সঠিক তথ্য এখনও আমাদের হাতে আসেনি। প্রাথমিকভাবে আমার মনে হয়, কেউ পরিকল্পিতভাবে এ কাজটি করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে সচিবালয়ের ভেতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটা এ মুহূর্তে বলা সম্ভব নয়। যেসব স্থানে আগুন লেগেছে সেখানে কোনো নথিপত্র নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে আগুন লেগেছে, সেখানে মোটামুটি সবই পুড়েছে। আমরা সব এখনও চিহ্নিত করতে পারিনি। কাজ করছি।
তিনি আরও বলেন, আমাদের নৌ-বাহিনীর টিম এখানে আছে, কাজ করছে।
এর আগে, মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের শুরুতে রাত ১টা ৫৪ মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে।
এদিকে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন।
জানা গেছে, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাড়ে ১৫ বছর তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে : জামায়াত আমির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।