
জুমবাংলা ডেস্ক : মাঠে প্রায়শই প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেন সাকিব আল হাসান। মাঠের বাইরে খুব একটা দেখাও যায়না তাকে।
তবে আজ রবিবার (১৫ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও হট লাইন উদ্বোধনকালে তিনি সচিবালয়ে উপস্থিত ছিলেন।
জনপ্রিয়তা তুঙ্গে থাকায় বহুজাতিক কোম্পানিগুলোর পাশাপাশি দেশের বেশ কয়েকটি কোম্পানির তৈরি পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তাই মডেল হিসাবেও সাকিব আল হাসানের খ্যাতির কমতি নেই।
২০১৯ সালে জুলাই মাসে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের দুটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে চুক্তি স্বাক্ষর করেন তিনি।
বিজ্ঞাপনের মডেল হলেও ব্যক্তি হিসেবে সাকিব আল হাসান ভোক্তা অধিকার সংরক্ষণে সক্রিয়।
এসময় অন্যদের বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য শেখ কবির হোসেনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।